চকবাজারের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনে ওঠার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় তাদের, দূর থেকে আগুন নেভানোর কাজ করতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুন লাগলে পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চকবাজারের আগুন (2)

ফায়ার সার্ভিস বলছে, ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। কারণ প্লাস্টিক জাতীয় জিনিসপত্র থাকায় সেখানে আগুন লাগার পর ধোঁয়ার পরিমান খুবই বেড়ে যায়। ভবনটি এমনভাবে তৈরি, যেখানে আগুন লাগার কাছাকাছি জায়গায় গিয়ে সেখান থেকে পানি দেওয়া সম্ভব হয়নি। অনেক দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে কাজ করে যেতে হয়। পরবর্তী সময়ে অন্য ভবনের ছাদে উঠে সেখান থেকে পানি ছেটানো হয়।

চকবাজারের আগুন (3)

ফায়ার সার্ভিসের অপারেশন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোনও ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে এ বিষয়টি হতে দেখা হচ্ছে। তদন্তে যে বিষয়গুলো উঠে আসবে, পরবর্তী সময়ে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’