শুক্রবার জুমা’র পর বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাজা

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। সাবেক নির্বাচন কমিশনারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মাহবুব তালুকদারের মৃত্যু হয়। তার মেয়ে আইরিন মাহবুব বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মাহবুব তালুকদারের জানাজার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহবুব তালুকদারের ইচ্ছা ছিল রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তার দাফন হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাহবুব তালুকদার। বুধবার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন: