গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) দুপুর থেকেই ইসরায়েলবিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তারা।
এছাড়াও বাদ জোহর হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।