এডিস মশা নির্মূল অভিযান: প্রথম দিনে সাড়ে চার লাখ টাকা জরিমানা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিন ছিল রবিবার (১১ সেপ্টেম্বর)। এ দিন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায়  ১৪টি মামলায় মোট চার লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির ১০টি অঞ্চলেই রবিবার  থেকে সাত দিনের বিশেষ অভিযান শুরু করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অঞ্চল-৩ এর আওতাধীন গুলশান-২ এলাকায়   আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ডিএনসিসি’র এডিস মশা নির্মূল অভিযান

অঞ্চল-৬ এর আওতাধীন ৫১ নম্বর ওয়ার্ডের উত্তরা সেক্টর-১২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান পরিচালনা করেন। উত্তরা এলাকায় অভিযান পরিচালনাকালে তিনটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। লার্ভা ধ্বংস করে তিন ভবন মালিককে তিনটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।ডিএনসিসি’র এডিস মশা নির্মূল অভিযান

এছাড়াও অঞ্চল-১ এর আওতাধীন ১নম্বর ওয়ার্ডের উত্তরা সেক্টর নম্বর ১, ৩ ও ৫ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন অভিযান  পরিচালনার করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন, ঝোপঝাড়ে কিউলেক্স মশা বিরোধী অভিযান ও সমন্বিততভাবে এডিস বিরোধী অভিযানে তিনটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তিনটি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ডিএনসিসি’র এডিস মশা নির্মূল অভিযান

অঞ্চল-৯ এর আওতাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের খিলবাড়িরটেক এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। এডিসে লার্ভা পাওয়ায় পাঁচটি মামলায়  ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যান্য অঞ্চলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এডিস মশা নির্মূলে সতর্ক করে দেওয়া হয়। সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন।ডিএনসিসি’র এডিস মশা নির্মূল অভিযান

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং উপ-প্রধান স্বাস্থ্য কর্মকতা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র  আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে সাত দিনের বিশেষ অভিযানের ঘোষণা দেন।