জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির সময় বাড়ানোর দাবি

 ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের প্রথম মেধা তালিকায় ভর্তির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে ওই তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


জাতীয় বিশ্ববিদ্যালয়সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা। ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সময় বৃদ্ধির কারণ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘ইন্টারনেট সার্ভার সমস্যার জন্য আমরা সময়মত ফর্ম ডাউনলোড করতে পারিনি। এ কারণে আমরা পিছিয়ে গেছি। আবার কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতেও অনাকাঙ্ক্ষিত ভুল থেকে যায়। সে কারণে অনেক শিক্ষার্থী এখনও ভর্তি হতে পারেনি। তারা রীতিমতো বিপদে পড়েছে। সে কারণে ভর্তির সময়সীমা বাড়ানো  প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি। সরকারের কাছে আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
এ সময় মানববন্ধনে মহিউদ্দিন রোমান, শামসুন্নাহার লাকী, নাজিম সরকার, আসিফুজ্জামান শিমুলসহ বহু ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

এসআইএস/ এমএসএম