ভেস্তে গেলো বিআরটিএ-র সিদ্ধান্ত, ‘লার্নারেই’ মিলবে বাইক রেজিস্ট্রেশন 

ড্রাইভিং লাইসেন্স থাকলেই কেবল করা যাবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন— এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শেষ মুহূর্তে সংস্থাটি জানিয়েছে, লার্নার কার্ড থাকলেই নিবন্ধন করা যাবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএ-র পরিচালক ইঞ্জিনিয়ারিং শিতাংশু শেখর বিশ্বাস সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করার বিষয়ে পত্র পাঠানো হয়। কিন্তু বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা) সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত শুধু লার্নার ড্রাইভিং লাইসেন্স গ্রহণে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। 

আগামী ১৫ ডিসেম্বর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। তখন চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।