‘মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের যৌক্তিক মজুরি ঠিক করা দরকার’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, তাই এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করে একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনাতায়নে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আপনাদের (গার্মেন্টস শ্রমিক) দাবিগুলো যৌক্তিক। তবে এর কিছু দাবি শ্রম মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আমার সঙ্গে যেগুলো জড়িত— আপনাদের রেশনের কথা আসছে। আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে শ্রম মন্ত্রণালয়কে বলতে পারবো এবং মালিক পক্ষকেও বলতে পারবো— খুব শিগগিরই মজুরি বোর্ড গঠন করে এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার। কারণ, তাদের কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে।’

ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে আমি একমত ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কিন্তু সেটা যৌক্তিক হতে হবে। আপনাদের মনে রাখতে হবে, যে ফ্যাক্টরিতে কাজ করেন, সেই ফ্যাক্টরি আপনাদের অন্ন দেয়। আবার ফ্যাক্টরির মালিকদেরও আপনাদের প্রয়োজন। তাই দুপক্সই যৌক্তিকভাবে পাশাপাশি নিজ দরকারে কাজ করে যেতে হবে।’

শ্রমিক নেতাদের উদ্দেশ করে বানিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক শ্রমিক নেতা আছেন, সভাপতি হবার পর কাজ করতে চান না। এটা ঠিক না। তাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও আন্তরিক হতে হবে। শ্রমিকদের জন্য কাজ করতে হবে। নেতা হওয়া মানে ঘুরে বেড়ানো না।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী  সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জোবায়দা পারভীন প্রমুখ।