শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিক সংহতির সভা

জ্বালানি তেলের মূল্য কমানো ও অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও  মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ও সাভারে সংগঠনের দুটি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

এখানকার সমাবেশে বক্তব্য রাখেন— সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার, বাবুল হোসাইন,জিয়াদুল ইসলাম, বিল্লাল শেখ। গার্মেন্ট শ্রমিক সংহতির অভিযোগ, আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টার সমাবেশে পুলিশ বাধা দিয়েছে।

 এছাড়া মিরপুরের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন— শ্রমিক নেতা লাইজু আক্তার, প্রবীর সাহা, দীপক রায় ও অন্যান্য।