জমে উঠেছে পূজার কেনাকাটা (ফটো স্টোরি)

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী ১ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে। যদিও শুভ মহালয়ার মাধ্যমে আজ থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চণ্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো এই  মহালয়া।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরান ঢাকার শাঁখারিবাজারে কেনাকাটার ধুম পড়েছে। বাজারের অলিগলিতে এখন ক্রেতা-বিক্রেতাদের ভিড়।

প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মুকুট, শাড়ি, অলংকার, লেস, সিঁদুর, ফুলের মালা, প্রতীকী অস্ত্র ও ঘট কিনতে ব্যস্ত ক্রেতারা। পূজা-অর্চনার সব উপকরণই মেলে শাঁখারীবাজারে।

পূজার জন্য প্রায় ১০০ উপকরণের প্রয়োজন হয়। এসব উপকরণ কিনতে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন এখানে। দেশের বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা শাঁখারীবাজার থেকে এসব উপকরণ সংগ্রহ করেন। শাঁখারিবাজার ঘুরে ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন।