রণেশ মৈত্র’র মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক

বিশিষ্ট ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

মেয়র তাপস বলেন, রণেশ মৈত্র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি আন্দোলন, সংগ্রামের নানা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সান্নিধ্য লাভ করেছেন। যার প্রতিফলন তার লেখনিতে নানাভাবে প্রতিভাত হয়েছে।

মেয়র আতিকুল বলেন, রণেশ মৈত্র দেশের অসহায়, শোষিত ও বঞ্চিত মানুষের জন্য আন্দোলন ও সংগ্রাম করেন। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার জন্যও গড়ে তোলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শোকবার্তায় তারা প্রয়াত রণেশ মৈত্র’র বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

রণেশ মৈত্র আর নেই