মাছ বিক্রেতার ছদ্মবেশে চুরি, গ্রেফতারে সহায়তা চায় ডিবি

মাছ বিক্রেতার ছদ্মবেশে বাসায় চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতারে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির সূত্র জানায়, চলতি বছরের ৩০ মার্চ কদমতলীর একটি বাসা থেকে নগদ টাকাসহ বেশকিছু স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল বাসার মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, মামলা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ওই বাসার আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২ জন মাছ বিক্রেতাকে শনাক্ত করে। ডিবি জানায়, চিহ্নিত এই দুই ব্যক্তি মাছ বিক্রেতার ছদ্মবেশে ওই বাসায় চুরি করেছে। বর্তমানে তারা পলাতক রয়েছে। এজন্য তাদের গ্রেফতারে সহায়তা চেয়েছে গোয়েন্দা পুলিশ।

ছবিতে থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য বা তাদের অবস্থান কারও জানা থাকলে ডিবি পুলিশ পরিদর্শকের ০১৭১৫-৭৮৯০৭০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।