বাংলা ট্রিবিউন-ইউল্যাব বৈঠকি

ডিভাইস ব্যবহারের সুফলের পাশাপাশি রয়েছে সমস্যাও: আরজু ইসমাঈল

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আরজু ইসমাঈল বলেন, পারিপার্শ্বিক পরিবর্তনের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কের ক্ষেত্রেও ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। ডিভাইসের ব্যবহার বেড়েছে, এর অনেক সুফল থাকার পাশাপাশি কিছু সমস্যাও আছে।

সোমবার (১৭ অক্টোবর) বিকালে এটিএন নিউজে সম্প্রচারিত এক বৈঠকিতে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষক: একাল-সেকাল’ শীর্ষক এই বৈঠকির আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউল্যাব।

এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন— ইউল্যাবের অধ্যাপক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তা ড. মো. ইমরান চৌধুরী।

ইউল্যাবের ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আরজু ইসমাঈল বলেন, শিক্ষাক্ষেত্রে ডিভাইসের ব্যবহার ছাত্র ও শিক্ষকের সম্পর্কটা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারির সময় বিষয়টি স্পষ্ট হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর মাঝে যোগাযোগ এবং বিভিন্ন জিনিস আদান-প্রদানে এটি ভূমিকা রাখছে। তবে এই ডিভাইসের ব্যবহার আমাদের চিন্তাধারা প্রভাবিত করছে। সম্মানের জায়গায় কোথাও কোথাও ব্লার হয়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযুক্তি বা ডিভাইসের ব্যবহার নিয়ে তিনি বলেন, আমরা কোথাও হয়তো ওদেরকে একটু বুঝতে পারছি না, চেষ্টার একটু অভাব থাকছে। ওরা তো একটু ডিফারেন্ট, এক্সপ্রেশনগুলো ডিফারেন্ট। আগে শিক্ষক ক্লাসে কোনও কৌতুক বললেও যে হাস্যরস দেখা যেত, এখনকার সময় তার থেকে একটু ভিন্নতা দেখা যায়।