চার মামলায় হেফাজত নেতা মুফতি ফখরুল ইসলামের জামিন

রাজধানীর পল্টন, মতিঝিল থানায় দায়ের হওয়া নাশকতার চার মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার জামিনের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

এর আগে ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় মুফতি ফখরুল ইসলামসহ হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এদিকে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় মুফতি ফখরুল ইসলামের গ্রেফতার করা হয়।

পরে গত ২৫ এপ্রিল রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।