ভুল গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ

ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদয় (১৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রোগীর মামা নজরুল ইসলাম হাসপাতালের পরিচালক বরাবর বিষয়টি উল্লেখ করে অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৭ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হৃদয়কে ভর্তি করা হয়েছে। হৃদয়ের রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ হলেও তার শরীরে দুই ব্যাগ ‘এ পজিটিভ’ রক্ত দেওয়া হয়। এরফলে তার দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়ে  ২০ অক্টোবর সকাল ৯টায় সে মারা যায়।

হৃদয়ের মামার দাবি, সংশ্লিষ্টদের কর্তব্যে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি, অভিযোগটি এখনও হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

হৃদয় ঝিনাইদহ জেলার (অব) ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলামের ছেলে।

হৃদয় গ্রামের বাড়িতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।