সিত্রাং এখন লঘুচাপ, রাজধানীতে সূর্যের দেখা মিলেছে

টানা ৪৮ ঘণ্টা বৃষ্টির পর অবশেষে সূর্যের দেখা পেলো রাজধানীবাসী। কড়া রোদ না উঠলে দীর্ঘ সময় বৃষ্টি আর হিমেল বাতাসের পর সূর্যের নরম আলোয় ভাসছে শহর। যদিও কোথাও কোথাও এখনও আকাশ মেঘলা। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। অবশ্য এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। এরপর দ্রুত দুর্বল হয়ে বর্তমানে নেত্রোকোনা এবং আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আজ আর ভারী বৃষ্টির শঙ্কা নেই। তবে কোথাও কোথাও আকাশে মেঘ আছে এখনও। সে হিসাবে হালকা বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে। সেখানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩২৫ মিলিমিটার। এছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২৫৫ মিলিমিটার, সিলেটে ৩৬, ময়মনসিংহে ১৩১, রাজশাহীতে ২,  রংপুরে ৮ এবং খুলনায় ২১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।