ফটোসাংবাদিক দিক্ষিত বিপ্লবের ওপর হামলার বিচার দাবি

সন্ত্রাসী হামলা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে বিচার চেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিত বিপ্লব। তার এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বিভাষ দিক্ষিত বিপ্লব বলেন, গত ৫ অক্টোবর দিবাগত রাতে চট্টোগ্রাম টেরিবাজার এলাকার রাঘুনাথ বাড়ি মন্দিরে স্ত্রী সন্তান ও পরিজন নিয়ে পূজার আনন্দ উদযাপন করতে যাই। পূজা উৎসব উদযাপন করার পাশাপাশি আমি ফেসবুকে পূজার লাইভ ব্রডকাস্টিং করছিলাম। এ সময় আসামি অর্জুন বিশ্বাস (৩০), একই এলাকার রঘুনাথ বাড়ির পিযুষ দত্তের ছেলে অভয় দত্ত (২৮) ও পরিতোষ দেবের ছেলে ভূবন দেবসহ (২৫) অজ্ঞাত আরও দুই-তিন জন এসে ‘কেন লাইভ করছি’ বলে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে হঠাৎ কয়েকজন লাঠিসোটা ও ভারী অস্ত্র নিয়ে আমার ওপর আক্রমণ করে গুরুতর আহত করে। এমনকি আমার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণের চেন লুট করে তারা।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মামলার কোনও আসামি গ্রেফতার হয়নি। তারা এলাকায় জনসম্মুখে অবস্থান নিচ্ছে এবং মামলা তুলে নিতে আমার পরিবারকে হুমকি দিচ্ছে।

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব ও তার পরিবারের ওপর হামলাকারীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন ও সরকারকে আহ্বান জানান।