বুয়েট শিক্ষার্থী সানির লাশ উদ্ধার : মামলার প্রতিবেদন ২৮ নভেম্বর

ঢাকার দোহার উপজেলার পর্যটনকেন্দ্র মৈনট ঘাট এলাকার পদ্মা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শামছুল আলম প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা নতুন এ দিন ধার্য করেন।

এ মামলায় আসামিরা হলেন শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।

উল্লেখ্য, গত ১৪ জুলাই মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। পরের দিন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সানি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র। তার বাবার নাম হারুন অর রশিদ। তিনি রাজধানীর হাজারীবাগে থাকতেন।

আরও পড়ুন :
 
বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার, ১৫ বন্ধু রিমান্ড শেষে কারাগারে

বুয়েট শিক্ষার্থী সানির লাশ উদ্ধার: তদন্ত প্রতিবেদন পেছালো

বুয়েট শিক্ষার্থী সানির লাশ উদ্ধার: ১৫ বন্ধু রিমান্ডে

পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার