নেভাল সিম্পোজিয়ামে অংশ নিতে জাপানে নৌপ্রধান

ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ও ১৮তম ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়ামে অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল জাপান গেছেন। বুধবার (২ নভেম্বর) রাতে তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জাপান সফরকালে নৌবাহিনী প্রধান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ দেখবেন এবং ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া সফরকালে নৌপ্রধান জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্সের প্রধান এডমিরাল সাকাই রিও এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডার এডমিরাল স্যামুয়েল পাপারো, ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর হরি কুমার, রয়্যাল থাই নৌবাহিনীর কমান্ডার ইন চিফ চোয়েংচাই চোমচোয়েংপেট এবং কোরিয়ার নৌবাহিনীর চিফ অফ নেভাল অপারেশন্স এডমিরাল লি জং হো-এর সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আগামী ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর জাপানের ইয়াকোহামাতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে বাংলাদেশ ও জাপানসহ ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়ামের সদস্য এবং পর্যবেক্ষক দেশগুলোর নৌপ্রধানরা, প্রায় অর্ধ-শতাধিক জাহাজ, সাবমেরিন ও এয়ারক্রাফট অংশগ্রহণ করবে।

ওই মহড়ায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নৌশক্তিগুলোর শক্তিমত্তা ও কলা-কৌশল প্রদর্শিত হবে। যা আগামী ডিসেম্বরে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ’ আয়োজনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

অপরদিকে, ১৮তম ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম অধিবেশনে নৌপ্রধানদের সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশ নৌবাহিনীর বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে।