তথ্যমন্ত্রীকে চিঠি দেবেন এমপি কাজী নাবিল

টিভিতে প্রতিদিন শিশুবান্ধব আয়োজন রাখার দাবি

দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে প্রতিদিনই শিশুদের জন্য ও শিশুবান্ধব আয়োজন রাখার দাবি উঠেছে। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রবিবার  (২০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ দাবি করেছেন আলোচক ও শিশুরা।

প্রথম আন্তর্জাতিক শিশুভিত্তিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের  ‘শুনো আমাদের কথা’র ডিজিটাল আয়োজনে যুক্ত হয়ে বিশিষ্টজনেরা এ মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ এমপি শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছেন— প্রতিটি টিভি চ্যানেলে শিশুবান্ধব অনুষ্ঠান নিয়মিত করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে তিনি চিঠি দেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ‘শুনো আমাদের কথা’র ভার্চুয়াল আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার শিশুরা। এ আয়োজনে শিশুদের পাশাপাশি উচ্ছ্বসিত ছিলেন অতিথিরাও। অনুষ্ঠানে টিভি স্টেশনগুলো যেন শিশুবান্ধব হয়ে প্রতিদিনই আয়োজন রাখে—এর ওপর গুরুত্বারোপ করেন অতিথিরাও।

আয়োজনে যুক্ত হয়ে দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, ‘গণমাধ্যমগুলো এখনও পরিপূর্ণ শিশুবান্ধব হতে পারেনি, যেটা দুঃখজনক।’ এ ব্যাপারে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণ করতে সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

শিশুদের বিশেষ আয়োজনে নতুন গান আসবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেছেন ওয়ারফেজ ব্যান্ডের প্রধান টিপু। পাশাপাশি শিশুদের অধিকার স্বার্থে ওয়ারফেজ ব্যান্ড অতীতের মতো কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।’

আয়োজক সূত্রে জানা গেছে, অসুস্থ থাকায় বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন বিশেষ আয়োজনে অংশ নিতে পারেননি।