নারীর জন্য রাত হোক উন্মুক্ত

নারীর শত সহিংসতার মধ্যে এগিয়ে চলার ধারা অব্যাহত রেখেছে। প্রতিটি পর্যায়ে নারী বৈষম্য ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও সব পরিস্থিতি মোকাবিলা করেই নারী সর্বত্র তার সাফল্যের প্রমাণ রাখছে। সেই পথ দিনে-রাতে সমানভাবে নিরাপদ হোক। সেই বিবেচনায় ২৫ নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারীপক্ষ ১৯৯৭ সাল থেকে কখনও এককভাবে, কখনও বন্ধু সংগঠনের সঙ্গে যৌথভাবে প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করে আসছে। এবছর ৪৬টি সংগঠন একত্রিত হয়ে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি’— ‘বাতাস ছুটুক! তুফান উঠুক! দমবো না, থামবো না’, এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাসহ  দেশব্যাপী সহযোগী সংগঠন ও নারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) এর মাধ্যমে মোট ৬০ জেলায় দিবসটি পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় হাইকোর্টের মাজার গেটের সামনে জমায়েত হয়ে সূর্যাস্তের পর মশাল মিছিল করা হবে। মিছিলটি  দোয়েল চত্বর, জিমনেসিয়াম হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এরপর জাতীয় শহীদ মিনারে  ঘোষণাপত্র পাঠ, প্রতীকী লাঠি খেলা ও স্লোগান দেওয়া হবে এবং প্রচারপত্র বিতরণ করা হবে।

আয়োজন সংগঠনগুলো মনে করে, নারীর এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নিশ্চিত করতে হবে সহিংসতামুক্ত নারীর জীবন। তারা এবছর যেসব স্লোগান নিয়ে কর্মসূচি পালন করবে, সেগুলো হচ্ছে— ‘পথে-ঘাটে বাসে-ট্রেনে, নারীর স্থান সবখানে’, এবং তা কেবল দিনের বেলায় নয়, দিনেরাতে সব সময়ের জন্য, তাই আমরা ‘রাতের বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো।’