তাজরীন গার্মেন্টসের সামনে নিহতদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

তাজরীন দিবসের ১০ বছর উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাজরীন গার্মেন্টসের সামনে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে ‘মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো; দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ আইন বদল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চাই’ এই দাবি নিয়ে এই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন হয়। আজ প্রদর্শনীর চতুর্থ ও শেষ দিন। আগামীকাল তাজরীনের সামনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর শুরুতে বক্তারা বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর দুনিয়ার কারখানার ইতিহাসে ও বাংলাদেশে একটি স্মরণীয় দিন। ১০ বছর পার হয়েছে, অথচ মামলার দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সংস্কৃতি এবং স্বজনপ্রীতির কারণে আজও কারও শাস্তি হয়নি। উল্লেখযোগ্য কোনও বদল হয়নি ক্ষতিপূরণের আইন। ক্ষতিগ্রস্তদের হয়নি যথাযথ পুনর্বাসন।’

এ সময় বক্তারা দোষীদের শাস্তি, ক্ষতিপূরণ আইনের বদল ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন দাবি করেন। একই সঙ্গে জীবিত শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরিও দাবি করেন তারা।

আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য দেন সংগঠনের সভাপ্রধান শ্রমিকনেতা তাসলিমা আখ্তার, নিহত শাহ আলমের মা সাহারা খাতুন, নিহত শ্রমিক মাহফুজা আক্তারের স্বামী জব্বার, নিহত লিপির মা নসীমন, নিহত আইনালের মা জবেদা, আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া শাখার সভা প্রধান জিয়াদুল ইসলাম ও সংগঠনের কেন্দ্রীয় নেতা বাবুল হোসেন।