সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ আগস্ট

ক্যাসিনোকাণ্ডে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৭ নভেম্বর) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদেরের আদালত পরবর্তী শুনানির জন্য ২০২৩ সালের ৩ আগস্ট দিন ধার্য করেন।

গত ২০২০ সালের ৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক অস্ত্র মামলার অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযানকালে ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালি‌য়ে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে র‌্যাব। এছাড়া মদ্যপ অবস্থায় পেয়ে আটকের সময়ই আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সম্রাটকে নিয়ে ওইদিন দুপুরেই তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও উদ্ধার করা হয়। সেখানে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়। এরপর তা‌দের কারাগা‌রে পাঠা‌নো হয়। ওই ঘটনায় পরের দিন ৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করেন।