ফিলিস্তিনের নির্মমতা উপলব্ধি করতে হবে: মোজাফফর হোসেন

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেছেন, ফিলিস্তিনিরা আধিপত্যের জন্য সংগ্রাম করছে না, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। তাদের ওপর পাশবিক নির্যাতন করা হচ্ছে। এই নির্মমতা আমাদের উপলব্ধি করতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘প্যালেস্টাইনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাফফর হোসেন বলেন, ‘ছোট বেলা থেকে শুনে আসছি ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশার কথা। আজকেও তা বহাল আছে। তারা কোনও আধিপত্যের জন্য সংগ্রাম করেনি। তারা অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছে। আজ নিজস্ব আবাসভূমিতে তারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুণছে। মার্কিনপন্থী ইসরায়েলিরা তাদের ওপর হামলা করছে। বিভিন্নভাবে হত্যা করছে। আর ফিলিস্তিনিদের হাতে একমাত্র ঢিল ছাড়া আর কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা মাত্র ৯ মাস মুক্তিযুদ্ধ করেছি। সেখানে পাকিস্তানিদের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিন্তু তারা বছরের পর বছর মুক্তির আন্দোলন করে আসছে। জীবন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন শিশুরা জন্ম থেকেই দেখছে চোখের সামনে তাদের বাবা-মাকে হত্যা করা হচ্ছে। তাদের ওপর পাশবিক নির্যাতন করা হচ্ছে। এই নির্মমতা আমাদের উপলব্ধি করতে হবে।’

আন্তর্জাতিক মহল এই দিনটাকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে প্যালেস্টাইন দিবস হিসেবে ঘোষণা করেছে বলেও জানান পল্টু।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনির সংগ্রাম শুধু মুসলমান ও ইহুদিদের সংগ্রাম নয়। এটা সাম্রাজ্যবাদী সংগ্রাম। আর এ সাম্রাজ্যবাদীরা পুরো পৃথিবীতে তাদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। সমগ্র বিশ্বে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে কাজ করছে।’

আলোচনা সভায় আরও ছিলেন– বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান খান, শান্তি পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিখ চৌধুরী, সিপিবির সভাপতি কমরেড মো. শাহ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ প্রমুখ।