ঢাবিতে সরব অবস্থানে ছাত্রলীগ

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সরব অবস্থানে রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে তাদের অবস্থান করতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও মহড়া দিতে দেখা যায় কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীদের। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্পট থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সরে গেলেও টিএসসি এলাকায় তাদের উপস্থিতি দেখা যায়।

এর আগে সকাল সাড়ে ৮টায় মধুর ক্যান্টিন প্রাঙ্গণে উপস্থিত হন ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের টিএসসি এলাকা, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, পলাশী চত্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মহড়া দেন।

গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় ঢাবির এফ রহমান হল ছাত্রলীগ

এ সময় ঢাবির হল ছাত্রলীগের বিভিন্ন ইউনিট বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্পট ও তার আশেপাশের এলাকায় গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। এর মধ্যে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। পলাশী গোল চত্বরের পাশে অবস্থান নেয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ। শহীদ মিনার এলাকায় অবস্থান নেন জসীম উদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। দোয়েল চত্বরে অবস্থান নেয় ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগ, ফজলুল হক হল ছাত্রলীগ, অমর একুশে হল ছাত্রলীগ, নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগ। নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় এফ রহমান হল ছাত্রলীগ।

এছাড়াও কেন্দ্রীয় পদপ্রত্যাশী নেতারা হাইকোর্ট মোড়, ধানমন্ডি পার্টি অফিস, ঢাকা মেডিক্যাল মোড়ে অবস্থান নেন। আবার কেউ কেউ ক্যাম্পাসে ঘুরে ঘুরে মহড়া দেন। ছাত্রলীগ নেতারা জানান, ক্যাম্পাসে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইতে তার সমুচিত জবাব দেবে ছাত্রলীগ।

ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। জনগণকে ভয় দেখিয়ে যারা হত্যার রাজনীতি কায়েম করতে চায়, এই বাংলার মাটি থেকে তাদরে মূলোৎপাটন করতে হবে।’