X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হুমায়ুন আজাদ স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৩

বাংলা সাহিত্যে প্রথাবিরোধী লেখক হিসেবে খ্যাত হুমায়ুন আজাদের ওপর ২০০৪ সালের ঘৃণ্য হামলার ঘটনার স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালী মন্দিরের পাশে হুমায়ুন আজাদ ফলকে মোমবাতি প্রজ্বালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

মোমবাতি প্রজ্বালন শেষে ঢাবি ছাত্রলীগের নেতারা বলেন, বাংলা সাহিত্যে হুমায়ুন আজাদ যোগ করেন এক ভিন্ন মাত্রা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রায় সকল শাখায় তার সমৃদ্ধ অবদান ছিল। গতানুগতিক ধারাকে অস্বীকার করে, প্রথার বিরোধিতা করে তার সমস্ত বই, প্রবন্ধ, কবিতা সৃষ্টি হয়েছে। তার প্রবচনগুচ্ছ এ দেশের যুক্তিবাদী পাঠক সমাজকে সচেতন করেছে। সামাজিক ও সাংস্কৃতিক ট্যাবু, নৈতিকতা, বিশ্বাস, মূল্যবোধ তাকে, তার চিন্তাকে মুহূর্তের জন্যও স্তব্ধ করেনি।

তারা বলেন, এ কারণেই ‘প্রথাবিরোধী’ অভিধানটি তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। হুমায়ুন আজাদ তার জীবদ্দশায় কলমের মাধ্যমে মৌলবাদী, জঙ্গিবাদী, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবসময় লড়াই করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করেছেন। ধর্মনিরপেক্ষ ও নারীবাদী এই লেখক তার লেখার মাধ্যমে আঘাত হেনেছেন ধর্মীয় কুসংস্কার, সামাজিক অসংগতি এবং সমাজের প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে।

নেতারা বলেন, প্রথাবিরোধী চিন্তা ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লেখালেখির কারণে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের কঠোর রোষানলে পড়েন হুমায়ুন আজাদ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় ফেরার পথে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী সন্ত্রাসীদের এই নিকৃষ্ট হামলার স্মরণে আমরা এই কর্মসূচি পালন করছি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড