সড়কের একপাশ বন্ধ, মুসল্লিদের অসন্তোষ

নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ককটেল নিক্ষেপ ও জনগণকে আতঙ্কিত করার অভিযোগে গত বুধবার (৭ ডিসেম্বর)  বিএনপির কার্যালয়ে অভিযান চালানোর পর থেকে আশেপাশের প্রতিটি রাস্তায় প্রতিবন্ধকতা দিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ৷ এতে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে যায়। এ অবস্থার মধ্যেই আজ শুক্রবার (৯ ডিসেম্বর)  জুম্মার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সুমন জানান, অন্যান্য দিনের তুলনায় আজ জুমা পড়তে আসা লোক অনেক কম।317945309_732259694422233_3637723610495279853_n

এক পাশে গেট বন্ধ থাকায় বাইরে থেকে আসা অনেক মুসল্লি পাশের ভবনের গ্যারেজে নামাজ পড়েন। তবে গ্যারেজের বাইরে নিরাপত্তার স্বার্থে কাউকে জায়নামাজ বিছাতে দেয়নি পুলিশ।

নামাজ শেষে আটকে পড়া অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। স্থানীয় মুরব্বিরা তাদের শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ এলাকায় ঢুকে তাদের তাড়া দিলে ক্ষুব্ধ লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভকালে তারা বলেন, সড়কের একটা দিক বন্ধ থাকায় আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হয়েছে। আমরা চাই রাজনৈতিক সমাবেশের কারণে আমাদের যেন কষ্ট দেওয়া না হয়। এসময় কয়েকজন বিক্ষোভকারীকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।