সোহরাওয়ার্দীর নিরাপত্তা বলয় এখন কাজ করবে গোলাপবাগে: ডিবি প্রধান

১০ ডিসেম্বর গণসমাবেশ করার জন্য বিএনপি আজ শুক্রবার যে মাঠের অনুমতি চেয়েছে, সেখানেই তাদের অনুমতি দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম, একই নিরাপত্তার ব্যবস্থা আমরা গোলাপবাগ মাঠেও দেবো।

শুক্রবার ( ৯ ডিসেম্বর) বিকালে ৪টায় ডিবি কার্যালয়ের সামনে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, গতকাল আমাদের কমিশনার স্যারের সঙ্গে যখন আলোচনা হয়েছিল তখন তারা (বিএনপি প্রতিনিধি দল) বলেছিলেন তারা দুইটা ভেন্যু পছন্দ করেছেন। এই দুইটা হচ্ছে কমলাপুর স্টেডিয়াম, আর মিরপুর বাংলা কলেজ মাঠ। কিন্ত তারা আবার আজ চাইলেন গোলাপবাগ মাঠ। সেটাও আমরা আমাদের কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছি। গোলাপবাগ মাঠেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থলে বিএনপিকর্মীদের জমায়েত শুরু

সমাবেশকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি  বলেন, শর্ত তো আগের শর্তই থাকবে।  আমাদের পর্যাপ্ত পুলিশ সেখানে রয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে সেখানে অনেক পুলিশ কাজ করবে। এর আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম, একই নিরাপত্তার ব্যবস্থা আমরা গোলাপবাগ মাঠে দেবো। আমরা ইতোমধ্যে কাজ করছি। আশেপাশের এলাকাগুলোও তদারকি করছি। যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনও অরাজকতা তৈরি না হয়।

তিনি বলেন, এই লক্ষ্যে আমাদের পুলিশ পোশাক এবং সাদা পোশাকে কাজ করছে।  আজও তারা (বিএনপি) এসে  আবেদনপত্র জমা দিয়ে গেছেন। সেখানে তারা চেয়েছেনই গোলাপবাগ মাঠ। আমাদের কমিশনার তাদের গোলাপবাগ মাঠেই দিয়ে দিয়েছেন। আমি মনে করি তাদের তো আর কোনও সমস্যা নেই। আমরা সবসময় মনে করি তারা একটি সুন্দর সমাবেশ করবেন। কোথাও কোন বিশৃঙ্খলা করবেন না। এজন্য আমাদের পর্যাপ্ত পুলিশ চারপাশে এবং আশেপাশের এলাকাগুলোতে কাজ করবে।

গোলাপবাগ মাঠ

গ্রেফতার হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর এবং মির্জা আব্বাসকে রিমান্ডে নিয়ে চেয়ে আবেদন করেছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, আমরা জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্টে পাঠিয়েছি। আমরা মনে করি কোর্টে চলে গেছে। এখনও আমরা কোনও রিমান্ড চাই না।

তিনি বলেন, আমাদের যে সিকিউরিটি প্ল্যান, আমরা মনি করি না কোনও হামলার আশঙ্কা আছে। এরপরও আমরা পর্যাপ্ত পুলিশ রেখেছি যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।

আরও পড়ুন-

১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ

অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থলে বিএনপিকর্মীদের জমায়েত শুরু

গোলাপবাগ মাঠ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেফতার

ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহন

সর্বত্র নজরদারিতে বিএনপির নেতারা, ‘আটক হতে প্রস্তুত’

বিএনপির সঙ্গে এক হয়েছে জামায়াত: বিপ্লব কুমার

নয়াপল্টন এলাকায় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া