পুরনো রূপে রাজধানীর সড়ক

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহনের অস্বাভাবিকভাবে কমে গেলেও একদিন পরেই (রবিবার) পুরনো রূপে ফিরেছে রাজধানীর সড়কগুলো। সকাল থেকেই যাত্রী, পথচারী ও গণপরিবহন চাপে রাজধানীর সড়কগুলো ছিল ব্যস্ত। পাশাপাশি কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি আর স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরনো চেহারা এনে দিয়েছে সড়কের। 

সকাল থেকে বেসরকারি যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পরিচালনাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেরও দেখা মিলছে সড়কে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশেরও কর্মতৎপরতা বেড়েছে আজ। 

সরেজমিনে রাজধানীর প্রগতি সরণি এলাকায় আজ নারায়ণগঞ্জ থেকে গাজীপুর, সদরঘাট থেকে আব্দুল্লাহপুর, নতুন বাজার থেকে আমিনবাজার, কুড়িল থেকে আজিমপুর এবং পোস্তগোলা থেকে উত্তরা দিয়াবাড়িসহ প্রায় সব এলাকার বাস চলাচল করতে দেখা যায়।

যানজট

তবে সকালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বাস ও অফিসগামী প্রতিষ্ঠানিক গাড়ির চাপে সড়কে গাড়ির গতি ছিল অত্যন্ত কম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, গত কয়েকদিন রাজনৈতিক কর্মসূচির কারণে সড়কে গাড়ির চাপ কম ছিল। আজ রবিবার সকাল থেকে সড়কে বিভিন্ন গাড়ির চাপ রয়েছে। আগের মতো সড়কে গাড়ির সংখ্যা দেখা যাচ্ছে।