খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিয়ামত উল্লাহ (৫৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা  ৬টার দিকে দক্ষিণ খিলগাঁও শাহী মসজিদের পাশে এ দুর্ঘটনা  ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী ও টঙ্গীগামী পাশাপাশি চলমান দুই ট্রেনের মাঝে পড়ে যান তিনি। এসময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, খিলগাঁওয়ে পরিবারের সাথে থাকতেন তিনি। বাবার নাম মৃত বাচ্চু মিয়া।

মৃতের ভাগিনা আইনজীবী শাখাওয়াত জানান,  তার মামা নিয়ামত উল্লাহ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় শিকার হন।