‘প্রযুক্তির অপব্যবহারে তরুণরা অপরাধপ্রবণ হয়ে উঠেছে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার আমাদের জন্য আবশ্যক। কিন্তু তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে তরুণ সমাজ আজ নানাভাবে দিগভ্রান্ত ও অপরাধপ্রবণ হয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণের অন্যতম উপায় পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করা।’

রবিবার (২২ জানুয়ারি) ব্র্যাক ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় ‘পার্বত্য বিতর্ক উৎসব-২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘সন্তানের প্রতি মা-বাবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নজরদারি আরও বাড়ানো। সর্বপরি তরুণ প্রজন্মকে আমরা যদি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের আলোয় আলোকিত করতে পারি, তবেই প্রযুক্তির অপব্যবহার প্রশমন করা যাবে। ফলে সমাজে কিশোর অপরাধ রোধ করা সম্ভব হবে।’

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বিতর্কিত অ্যাপস টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকা বানিয়ে আর্থিক প্রলোভনে নিম্ন আয়ের পরিবারের কিশোরী-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডের ফাঁদে ফেলছে অপরাধীরা। এমনকি সুকৌশলে তাদের ভারত-মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

‘তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক বিষয়ে বান্দরবানের থানচি বালিকা উচ্চবিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।