পরিচ্ছন্ন শৌচাগার নাগরিকের অধিকার: উদিসা ইসলাম

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি উদিসা ইসলাম বলেছেন, ‘৫০ লাখ নাগরিক একটি জায়গা চায়, যেখানে অর্থের বিনিময়ে হলেও যাতে টয়লেটের কাজটি সারা যায়। ওয়াটারএইড ঢাকায় যে ৩৪টি টয়লেট নির্মাণ করেছে, তা তো ঢাকায় বসবাসরত মানুষের তুলনায় যথেষ্ট নয়। এখানে আরও কাজ করার আছে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ওয়াটারএইডের আয়োজনে ‘নাগরিক গণশৌচাগার চিত্র’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শুধু পাবলিক টয়লেট বলতে যে ইউনিটগুলো করা হয় সেগুলো না, মানুষ সাধারণত যেখানে যায় সেগুলোর পরিস্থিতি নাগরিক অধিকারের মধ্যে পড়ে কি না। কারণ মানুষের জন্য একটি পরিচ্ছন্ন জায়গার ব্যবস্থা থাকতে হবে। এটি অধিকারের মধ্যে পড়ে। সেটি কেন আমরা আজ পর্যন্ত নিশ্চিত করতে পারলাম না। এটা সুনির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের কাজ না।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেদনের কাজ করতে গিয়ে দেখলাম মেডিক্যালে দরজা নেই, পর্দা ঝোলানো। বিএসএমএমইউ গতকাল একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে যে ৭৭ শতাংশ জেলা হাসপাতালে এবং ৬৫ শতাংশ উপজেলা পর্যায়ে নারীদের জন্য টয়লেট নেই। যা-ও আছে, সেগুলো কঠিন অবস্থার মধ্যে আছে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ  এবং ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়েছে এ আয়োজন।