ভাটারায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর ভাটারায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. রূপচাঁন আকন্দ (২৮) নামে ওই যুবককে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু বাদল মিয়া জানান, রূপচান ব্যাটারি চালিত অটোরিকশার চালক। সে রাতে রিকশা নিয়ে বের হয়েছিল। ভাটারা মোড় ১০০ ফিট রাস্তায় রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা চালানোর সময় পেছন থেকে বালু ভর্তি ট্রাকের ধাক্কা দেয়। এতে সে রাস্তায় সিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে মেডিক্যালের নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রূপচাঁন ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার রগুরামপুর গড়তলা বাজার গ্রামের আব্দুল লতিফের ছেলে। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ির টেক পরিবারের সাথে ভাড়া বাসায় থাকদেন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।