নার্সদের যৌন হয়রানি: দুই চিকিৎসককে বদলি

একাধিক নার্সকে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজারের টেকনাফের দুই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তারা হলেন টেকনাফের চিকিৎসক আলী এহসান ও কক্সবাজার সদরের চিকিৎসক টিটু চন্দ্র শীল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার চিকিৎসক টিটু চন্দ্র শীলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে বিবৃতি দেন। একই ঘটনায় জেলা সিভিল সার্জনকে অভিযুক্ত করে চার নার্স স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আলী এহসানকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীলকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাসেমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থলাভিষিক্ত করা হয়েছে। এদিকে বদলি করা দুজনকে দুই কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে। অন্যতায় তিন দিনের মধ্যে ওই পদ অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জেন চিকিৎসক মাহাবুবুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।