কামরাঙ্গীচর থেকে দুই তরুণের লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীচরে পৃথক এলাকা থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন-মিসকাত হাসান তুষার (১৪) ও মো: ফারুক (২০)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তুষারের বড় ভাই মো. রাব্বি জানান, কামরাঙ্গীচর মুন্সিহাটির একটি চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকেন তারা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল সে। বাসার লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে। পরে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

অপরদিকে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় মধ্য মোমিনবাগ আনোয়ার হোসেনের বাড়ি, গ্যাস ফারুকের গলির জুম্মন চাকলাদারের কারখানা থেকে মো. ফারুক (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) তনময় কুমার রায় ।

নিহত ফারুক নোয়াখালী জেলার সুধারাম উপজেলার কাশিপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। জানা যায়, এদিন রাতে খাওয়ার সময়ে অন্য শ্রমিকরা বাহিরে যায়। সে সময়ে ফারুক সিঁড়ি কোঠার ছাদে বাঁশের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর আগে সে মোবাইলে দীর্ঘ সময় কারও সঙ্গে কথা বলেছিল। কী কারণে সে ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।