মালিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টে ১১০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সেখানে বর্তমানে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন একটি কন্টিনজেন্ট দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিমান বাহিনীর ৭০ জন সদস্যকে নিয়ে জাতিসংঘের ভাড়া করা একটি উড়োজাহাজ (ইথিওপিয়ান এয়ারলাইন্স) শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ২ মার্চ মালিতে যাবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মালিতে যাওয়া বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এ টি এম ইরফানুর রহমান। 
 
আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

বিমান-বাহিনী

এর আগে ৪ জানুয়ারি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মালিগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং দেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং তিনি বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন। 

এছাড়াও তিনি জাতিসংঘের নির্ধারিত বিভিন্ন নিয়মনীতি মেনে চলে বিদেশের মাটিতে অভূতপূর্ব নজির স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন।