নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৪ জনের অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকা গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. জাকারিয়া (২৫), মো. আব্দুল্লাহ আল মামুন (২৬), মো. রুবেল হোসেন (৩৩) এবং মো.সজীব মিয়া (২৪)। দগ্ধরা সবাই একটি বেসরকারি কোম্পানির রিপ্রেজেন্টটিভ হিসেবে কর্মরত। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার  দিকে এ ঘটনা ঘটে।

আহত চারজনকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের নিয়ে আসা ফরহাদ জানান, ৪ জন নারায়ণগঞ্জে সোনারগাঁও কাঁচপুর এলাকায় একটি বাসায় বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় ওদের এক বন্ধু সিগারেট জ্বালাতে গেলে রুমে হঠাৎ আগুন লেগে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। দগ্ধরা সবাই আরএফএল কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করছেন বলে জানান তিনি। গ্যাসের লিকেজ হয়ে রুমে ছড়িয়ে পড়ায় আগুন লেগে থাকতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে চারজন দগ্ধ অবস্থায় এসেছে। তাদের মধ্যে জাকারিয়ার শরীরে ৪০ শতাংশ দগ্ধ,আব্দুল্লাহ আল মামুনের শরীরে ৩০ শতাংশ, মো. সজীবের ২৮ শতাংশ এবং রুবেলের ২৩ শতাংশ দগ্ধ। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে গ্যাস লিকেজের ঘটনায় চারজন দগ্ধ অবস্থায় এসেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।