লাইসেন্স ছাড়াই মালয়েশিয়ায় পাঠাতো চক্রটি

রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মো. রুহুল কুদ্দুস (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গ্রেফতার কুদ্দুস ও তার সহযোগীদের জনশক্তি রফতানির কোনও বৈধ লাইসেন্স নেই। তারা বেকার তরুণদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে ভুয়া ভিসায় মালয়েশিয়ায় পাঠাতো।

আরিফ মহিউদ্দিন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত তাদের আরও সহযোগীর মাধ্যমে ভুক্তভোগীদের বিমানবন্দর থেকে গ্রহণ করে নিয়ে একটি রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।