রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (১৭ মার্চ) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ দল শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা ফরহাদ মাতুব্বরের বাড়ি মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর এলাকায়। তার পিতার নাম মৃত হামিজউদ্দিন মাতুব্বর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সনদ বড়ুয়া বলেন, ফরহাদ মাতুব্বর মাদারীপুরের কালকিনি ও ডাসার থানা এলাকায় বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। তবে টাকা নেওয়ার পর তিনি কাউকে বিদেশে পাঠাতেন না এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।
তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে এবং মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল।
র্যাব-৩ এর আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফরহাদ মাতুব্বরের অবস্থান শনাক্ত করে এবং শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।