ঢামেকে শিশুকে রেখে পালালেন মা পরিচয়দানকারী নারী

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তিন বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে শিশুকে বসিয়ে রেখে চলে গেছেন মা পরিচয় দেওয়া এক নারী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জরুরি বিভাগের কর্মরত ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে আসেন তার মা পরিচয়দানকারী এক নারী। তিনি শিশুটির নাম নাজিফা (৩) দিয়ে টিকিট নিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে যান। সেখান থেকে চিকিৎসক তাকে শিশু বিভাগে (২০৮ ওয়ার্ড) পাঠান। সেখানে চিকিৎসক তাকে দেখে ব্যবস্থাপত্র (ওষুধ লিখে) দিয়ে দেন।

পরে রাত ৮টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে একটি চেয়ারে বসিয়ে রেখে ওই নারী বাইরে গিয়ে আর আসেননি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রিয়াজ উদ্দিন আরও বলেন, বিষয়টি হাসপাতালের ওয়ার্ড বয়রা দেখলে পরে ঢামেক পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। অভিভাবককে খুঁজে না পাওয়ায় শিশুটিকে শিশু ওয়ার্ডে (২০৮) ভর্তি রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ সত্যতা নিশ্চিত করে জানান, কন্যা শিশুটি অজ্ঞাতনামা পরিচয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে।