এনআইডি দিয়ে রেলের টিকিট কাটার কার্যক্রম শুরু

রেল যাত্রীদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে এবং কোনও প্রকার কালোবাজারি ছাড়াই যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে সে জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট কাটার কার্যক্রম চালু করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১ মার্চ) সকালে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ও স্মার্ট রেলওয়ে গঠনের অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থার চালু ও টিকেট চেকিং ব্যবস্থায় পজ মেশিন হস্তান্তর করেন।

রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল তা থেকে বের হওয়ার জন্য ‘টিকেট যার ভ্রমণ তার’ কার্যক্রম শুরু করেছি। যা আজ থেকে কার্যকর হচ্ছে।

তিনি বলেন, ‘যাত্রীরা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পেতে পারে এবং কোনও প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে সেটি করার জন্যই আমরা টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘মূল বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট ক্রয় করা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এর ব্যবস্থা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে। আমরা অনলাইনে ৫০ শতাংশ এবং কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি করে থাকি।

যেকোনও প্রয়োজনে যাত্রীসহ সকলের মতামত নিয়ে এনআইডি দিয়ে রেলের টিকেট কাটার সংস্কার করা হবে বলেও জানান রেলমন্ত্রী।