নারায়ণগঞ্জে বিস্ফোরণ: সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা কুলসুম বেগম সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুলসুমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ১৩ মার্চ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন।

আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, শিশুটিকে রাখা রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে নবজাতক বিভাগে।

গত ১২ মার্চ রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এমএস টাওয়ার নামের ১০ তলা ভবনের ষষ্ঠ তলায় বিকট শব্দে বিস্ফোরণে দগ্ধ হন কুলসুম আক্তার (২৫) ও তার ছেলে খালিদ (৩)। ওই রাতেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর এমএস টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। ফ্ল্যাটের অনেক আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।