যেভাবে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতো তারা

রাজধানীতে নারী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন শুক্রবার (২৪ মার্চ) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নারী চোর চক্রের চার জন হলো মণিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০), ঋতু (২৪)।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মণিকা ও ঋতু কোলে বাচ্চা নিয়ে ঘোরে আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকে। মণিকা ও ঋতু পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পথচারীরা তাদের আটকানোর চেষ্টা করলে মিম ও সোহাগী দৌড়ে এসে ঝগড়া শুরু করে দেয়। এই সুযোগে মণিকা ও ঋতু লাপাত্তা হয়ে যায়। মণিকার ১৫ মাস বয়সী ছেলে ও ঋতুর চার বছর বয়সী ছেলে রয়েছে।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার একই কায়দায় তারা এ ধরনের ছিনতাইয়ের চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে হাতেনাতে তাদের আটক করা হয়। এ ঘট্নায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।