দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন আঁখি

শুটিং স্পটে বিস্ফোরণে গুরুতর আহত অভিনেত্রী শারমিন আঁখি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক দুই মাস পর চিকিৎসকের পরামর্শে আজ মঙ্গলবার (২৮ মার্চ) হাসপাতাল ছেড়ে যাবেন তিনি।

তবে ছয় মাস তার চিকিৎসা চলমান রাখতে হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির। এদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আঁখির শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন চিকিৎসকরা এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন শারমিন আঁখি।

গত ২৮ জানুয়ারি মিরপুরে একটি শুটিং হাউজ বিস্ফোরণে অভিনেত্রী শারমিন আঁখি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা এতই গুরুতর ছিল তিনি কথা বলার মত অবস্থায় ছিলেন না। গত দুই মাস আঁখির চিকিৎসা চলে এবং বর্তমানে মোটামুটি সুস্থ।

রাহাত কবির জানান, আজ শারমিন আঁখিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আঁখির বর্তমান অবস্থা এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে ডক্টর টিম এবং আঁখির বক্তব্য নিয়ে দুপুর ১২টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।