বঙ্গোপসাগরে উল্টে যাওয়া স্পিডবোট থেকে ১২ চীনা নাবিক উদ্ধার

বঙ্গোপসাগরে ১২ চীনা নাবিককে নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। বুধবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের কাছে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিড বোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়।

এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে এলেও বাকি সবাই ওল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে এলেও বোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করতে পারেনি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।

সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।