যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীর দাবি ‘আত্মহত্যা’

রাজধানীর যাত্রাবাড়ীতে দুবাই ফেরত মো. আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর দাবি, ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

মৃতের স্ত্রী সুমাইয়া আফরিন বলেন, ‘আট মাস আগে আমজাদুল দুবাই থেকে চলে আসেন। পরে তার সঙ্গে কথাবার্তা হয়। আমার দুই সন্তান আছে জেনেই চার মাস আগে তিনি আমাকে বিয়ে করেন। আমরা যাত্রাবাড়ী থানাধীন জুনিয়েট স্কুলের পাশের গলিতে একটি বাসায় তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকি।’

এই নারী স্থানীয় একটি পার্লারে কাজ করেন। আজকের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমজাদুল সন্ধ্যায় ইফতার করেন। আমি পার্লার থেকে ফিরে এসে দেখি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি সুমাইয়া আফরিন।

আমজাদুল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আব্দুল্লাহ'র ছেলে।