খিলগাঁও র‌্যাব কমপ্লেক্স নির্মাণ করবে মজিদ সন্স কনস্ট্রাকশন

মোট ৪০ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৮ টাকা ব্যয়ে রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণের কাজ পেয়েছে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদফতর কর্তৃক ৫টি র‌্যাব কমপ্লেক্স ও ১টি র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁও, ঢাকায় র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণের অবশিষ্ট কাজ প্যাকেজে নির্মাণ কাজ মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের কাছে থেকে ৪০ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।