সাংবাদিক নীতিমালা সংশোধনে ইসিকে আরএফইডি’র স্মারকলিপি

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহ সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ ও অন্যান্য কমিশনারদের কাছে স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। রবিবার (৩০ এপ্রিল) সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেলের নেতৃত্বে সংগঠনের নেতারা সিইসির দফতরে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

গত ১২ মার্চ জারি করা সংবাদ সংগ্রহে ইসির নীতিমালা প্রত্যাখানের কথা জানিয়ে আরএফইডির নেতারা তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।

আরএফইডির দাবিগুলো হচ্ছে—  

১. নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত কার্ডধারী সাংবাদিকদের কোনও ভোটকেন্দ্র ও ভোটকক্ষে (গোপন কক্ষ ব্যতীত) প্রবেশ করতে কোনও অনুমতির প্রয়োজন পড়বে না। নির্বাচন কমিশনের দেওয়া সাংবাদিক কার্ডই চূড়ান্ত অনুমতিপত্র হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নেওয়ার বিষয়টি বাতিল করতে হবে।

২. নির্বাচন কাভারেজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে হবে।

৩. ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে ইসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৪. ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দিতে হবে।

৫. সাংবাদিক কার্ড যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে।

৬. ভোটকক্ষে সাংবাদিকদের অবস্থানের সময় বেঁধে দেওয়ার বিধান বাতিল করতে হবে।

৭. একটি কক্ষে দুই জনের বেশি ঢুকতে পারবেন না বলে নীতিমালায় যে ধারাটি রয়েছে, তা বাতিল করতে হবে।

৮.  ভোটের দিন নির্বাচনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে হবে।