নাচ গান কবিতা ও নাটকে আরণ্যকের মে দিবস উদযাপন

মে দিবসের আবেদন শেষ হয়নি উল্লেখ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, যে উন্নয়ন মানবিকতা ধ্বংস করে, সে উন্নয়ন আমাদের দরকার নেই।

সোমবার (১ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাট্যদল 'আরণ্যক' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বক্তব্য রাখছেন মামুনুর রশীদ

তিনি আরও বলেন, এখানে সাম্প্রদায়িকতা নেই, এখানে আঘাত হয় সম্পদ লুণ্ঠনের জন্য। এখানে ধর্মের ভিত্তিতে কেউ কাউকে আঘাত করে না। এখানে আঘাত করা হয় সম্পদ লুণ্ঠনের জন্য। মে দিবসের আবেদন শেষ হয়নি। এদেশে শ্রেণি সংগ্রাম তীক্ষ্ণতর হবে, একটি মানবিক, সমাজতান্ত্রিক এবং সুষ্ঠু বণ্টনভিত্তিক রাষ্ট্র তৈরি হবে—বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।IMG_20230501_113425

এসময় আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিনেতা চঞ্চল চৌধুরী একক গান পরিবেশন করেন, আমিনুল হকের নির্দেশনায় কাজী নজরুল ইসলামের ‘জয় হোক! জয় হোক!’ গানটি দলীয়ভাবে পরিবেশন করেন আরণ্যক নাট্যদলের সদস্যরা, জন হেনরিক স্মরণে দলীয় গান পরিবেশন করা হয়, কবিতা আবৃত্তি করেন হাসেম মাসুদ, সুজাত শিমুল।

আয়োজনের শেষ অংশ হিসেবে মঞ্চত্ব করা হয় মামুনুর রশীদের রচনা ও হাশিম মাসুদের নির্দেশনায় আরণ্যকের নতুন নাটক 'নতুন ঘণ্টা'।