শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলায় সমন জারি

মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করেন অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্ল্যাহ, যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করেন।

সেরেস্তাদার শফিকুল ইসলাম বলেন, এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত গতকাল ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মে’র মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

রহমত উল্ল্যাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, ‘এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল, আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।’

আরও পড়ুন-

এবার ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলা

শাকিব খানের বিরুদ্ধে সেই প্রযোজকের মামলা

ধর্ষণের অভিযোগ তুলে আমার কাছ থেকে ডলার নেন রহমত উল্ল্যাহ: শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

সাইবার ট্রাইব্যুনাল থেকে ফিরে গেলেন শাকিব খান

মামলা করতে আদালতে শাকিব খান

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান