আসাদ আলম সিয়াম অস্ট্রিয়ায় নতুন রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মোহাম্মাদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (১০ মে) মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়— ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি রাষ্ট্রাচার প্রধান, ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র সচিবের অফিসের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

বিদেশে তিনি ফিলিপাইনে রাষ্ট্রদূত ও মিলানের প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকক, জাকার্তা ও ম্যাচেস্টারে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী আসাদ আলম সিয়াম ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।